চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুহুরিপাড়া বুড়া মৌলভীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিকের নাম মোহাম্মদ পারভেজ (৩৫)। তিনি একই এলাকার বজল আহমদ মাস্টারের ছেলে। নির্মাণাধীন একটি পাকা বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন তিনি।
কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আইয়ুব মুহুরিপাড়া এলাকার লিয়াকত আলীর নির্মাণাধীন পাকা বাড়িতে কাজ করছিল। কাজ শেষ করে বাড়ির পাশের পুকুরে পানি তোলার জন্য বসানো মোটর তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের পানি আগে থেকে বিদ্যুতায়িত ছিল।’
তবে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এই ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।
ডিজে