বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

0

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পারভেজ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৫টায় ডবলমুরিং থানার হাজিপাড়ার জাহাঙ্গীরের বিল্ডিংয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই এলাকার দাইয়া পাড়ার মিয়া কলোনির বাসিন্দা নকুল ইসলামের পুত্র।

পারভেজের সহকর্মী ইমন জানান, নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরও তাকে বাঁচাতে গেল না।

s alam president – mobile

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!