চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় বেপজা বিদ্যুৎ লাইন সংস্কারের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাতে বেপজা মেডিকেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ইপিজেড থানার কর্ণফুলী ব্যাংক কলোনি এলাকার মৃত আবদুল সরকারের পুত্র। তিনি পেশায় মিস্ত্রি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ইপিজেড থানার বেপজা মেডিকেল সংলগ্ন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন মোস্তফা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন ডাক্তার। পরে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’
এমএ/এমএফও