বিদ্যালয় জাতীয়করণে চন্দনাইশে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান

0

চন্দনাইশ প্রতিনিধি :

চন্দনাইশ উপজেলার সদরস্থ কাসেম মাহবুবব উচ্চ বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে শিক্ষার্থী, সাবেক ছাত্র ও এলাকার অভিভাবকদের সমন্বয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

untitled

 

s alam president – mobile

গতকাল বুধবার বিকেলে এ প্রতিবাদ সভা শেষে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত বক্তৃতা শেষে এক প্রতিনিধি দল চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে গিয়ে দাবী দাওয়ার পক্ষে দৃষ্টি আকর্ষণ পূর্বক যুক্তি তুলে ধরেন এবং স্মারকলিপি প্রদান করেন।

 

এই সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং বিদ্যালয়টি গতকাল জাতীয় করণের লক্ষ্যে তালিকাভুক্তি করণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা অফিসে নাম প্রেরণ করা হয়েছে বলে জানান।

তার কথার প্রেক্ষিতে প্রতিবাদ কারীরা শান্ত হন এবং সভা শেষ করে বাড়ী চলে যান। স্মারকলিপি হস্তান্তর কালে বিদ্যালয় অভিভাবক প্রতিনিদি মাহাবুবুল আলম, শিক্ষার্থী রিদোয়ান, জুবায়ের ও সাবেক ছাত্র শহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Yakub Group

রিপোর্ট : নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!