চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে এনে নগরের পতেঙ্গা এলাকায় খুচরাভাবে বিক্রি করত মো. মোজাম্মেল হক (৩০) নামে ওক যুবক। বিদেশ থেকে চলে এসে সম্প্রতি ইয়াবা ব্যবসায় নামে সে। নিজেই ইয়াবা সেবন করার পাশাপাশি বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয় পুলিশের হাতে।
সোমবার (৮ মার্চ) দুপুর দুইটার দিকে পতেঙ্গা থানার বিজয় নগর এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রামের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা বিজয় নগর এলাকার নুর মোহাম্মদের পুত্র। এ ঘটনায় পতেঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদ বাদি হয়ে মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই আবু সাইয়েদ রানা বলেন, ‘মোজাম্মেল হক একজন পেশাদার ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল। একসময় সে বিদেশে ছিলো। সম্প্রতি বিদেশ থেকে চলে আসার পর নদীর ওপার থেকে ইয়াবা এনে পতেঙ্গায় বিক্রি করতো।’
তিনি আরও বলেন, ‘সোমবার দুপুরে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে বিশ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
মুআ/কেএস