চট্টগ্রাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে এক প্রার্থীর মনোনয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনে সদস্য প্রার্থী এএলএম মিজবাহুল মুনীরের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন সোসাইটির সদস্য হুমায়ুন রশিদ।
গত ২ ফেব্রুয়ারি জেলা সমবায় অফিসারের কাছে এক লিখিত আবেদনে এ অভিযোগ জানানো হয়। লিখিত আবেদনে বলা হয়, এএলএম মিজবাহুল মুনীর (সদস্য নম্বর ৩২৫৯) নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিদেশে বসবাস করছেন। তার মনোনয়নপত্রে যে স্বাক্ষর রয়েছে তা সঠিক নয় এবং আইন পরিপন্থী। এরপরও গত ৩০ জানুয়ারি প্রকাশিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় নির্বাচন কমিটি মুনীরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে— যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে দাবি করা হয় ওই আবেদনে।
লিখিতে অভিযোগে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে— এমনটি উল্লেখ করে এএলএম মিজবাহুল মুনীরের সদস্যপদে প্রার্থিতা বাতিলের আবেদন জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত মিজবাহুল মুনীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি আছে। এরপর এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। আপাতত বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
জানতে চাইলে চট্টগ্রাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার গাজী ওমর ফারুক বলেন, এ বিষয়টি আইনি প্রক্রিয়ায় আছে। আগামীকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।