প্রেস বিজ্ঞপ্তি :
হাটহাজারী ফতয়োবাদ চৌধুরীহাট এলকায় এ পি এ বি বোরা লিমিটেড নামক বিদেশী একটি এন জি ও সংস্থা কর্তৃক গরীব দুঃখী খেটে খাওয়া পরবিারকে নির্যাতনের অভিযোগ করছে স্থানীয় এক অসহায় সংখ্যালঘু পরিবার।
অভিযোগে বলা হয়, শত বছররে বসত ভিটা হতে উচ্ছেদের জন্য বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট মামলা ও হামলা করে আসছে এ পি এ বি বোরা লিমিটেড নামক বিদেশী এন জি ও সংস্থাটি।
গতকাল বিকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ফতয়োবাদ মহাকালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন সংখ্যালঘু পরিবারটি।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করনে চৌধুরীহাট বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন, ১২নং চিকনদন্ডী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান জামান বাচ্ছু, স্থানীয় ইউপি সদস্য লিটন দাশ, ফতেয়াবাদ মহাকালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিশ্বনাথ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাঃ বিজয় কৃষ্ণ সরকার, ফতেয়াবাদ পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিলন চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল চক্রবতী,পল্লী সংগঠন সমিতির সম্পাদক কল্যান পাল, সাংবাদিক বাবুন পাল, থানা যুবলীগ নেতা সুমন চৌধুরীসহ বিভিন্ন সংগঠনরে নের্তৃবৃন্দরা।
বক্তারা মামলা হামলায় নির্যাতিত দরিদ্র টিটন বলের পরিবারের জন্য ব্যক্তিগত এবং সংগঠন থেকে অর্থ সংগ্রহ পূর্বক একটি ফান্ড গঠন করার উদ্দ্যেগ গ্রহণ করে এবং এই অত্যাচার নির্যাতন বন্ধ করে টিটনের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে ও আদালতের নিষেধাজ্ঞা অবমাননা না মানার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।
এ এস / জি এম এম / আর এস পি :::