বিদেশি পিস্তল ও গুলি মিললো ফিশারিঘাটের ঝুপড়িতে

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকার একটি ঝুপড়ি থেকে একটি বিদেশি ৯এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে দুটি ম্যাগজিনও পাওয়া গেছে। উদ্ধার করা পিস্তলটির গায়ে ইংরেজি অক্ষরে BP লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, পুলিশের কোনো থানা থেকে হারিয়ে যাওয়া পিস্তল এটি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিশারিঘাটের একটি ঝুপড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের নবাব খাঁ কলোনি সংলগ্ন স্লুইস গেটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভেতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার হয়। ব্যাগে তরাস (Taurus) ব্যান্ডের একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

অভিযানের নেতৃত্ব দেওয়া বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, পিস্তলটির গায়ে বিপি লেখা রয়েছে। আমরা ধারণা করছি, এটি আমাদের পুলিশ বাহিনীর হারানো পিস্তল। আমরা ইতোমধ্যে বিভিন্ন থানায় খবর পাঠিয়েছি। আমরা শিগগিরই জানতে পারবো অস্ত্রটি কোন থানা থেকে লুট হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm