বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার পাহাড়তলীতে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রামে একটি দল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সোমবার পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইসমাইল আকবরশাহ থানার নোয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

গ্রেপ্তার ইসমাইল এই অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তার জন্য ওই অস্ত্র ব্যবহার করত বলে জানায় র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm