বিদেশফেরত নারী শ্রমিকদের কল্যাণে কাজ করতে মতবিনিময় সভা

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আয়োজনে বিদেশফেরত মহিলা শ্রমিকদের নিরাপদ ও নিশ্চিত জীবনে ফিরতে সহযোগিতার উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার (এনজিও) পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বিদেশে মানবপাচারের শিকার নারীদের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে তারা বলেন, নিঃস্ব হয়ে দেশে ফেরা শ্রমিকদের স্বাবলম্বী করতে সরকার ঋণ প্রদান করছে। আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে যা বিদেশফেরত শ্রমিকরা জানেন না। তাদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপের বিযষয়টিও আলোকপাত করা হয়।

তাদের স্বাবলম্বী করতে উন্নয়ন সংস্থা গৃহীত পদক্ষেপেরও বর্ণনা দেন এনজিও প্রতিনিধিবৃন্দ।

বিলসের অ্যাডভাইজরি কমিটির সদস্য তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এএম নাজিম উদ্দিন।

শ্রমিকদের পুনর্বাসনে প্রস্তাবনা উপস্থাপন করেন বিলসের সেন্টারের কোঅর্ডিনেটর শারমিন আক্তার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!