বিজিবি—মাদকপাচারকারী গোলাগুলি, নিহত ১

0

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহত মাদক পাচারকারীর পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের সময় টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জাদিখাল এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ব্যাটালিয়ান (বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, রোববার রাতে নোয়াপাড়া বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় নয়াপাড়া জাদিখাল দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ টহলদল নোয়াপাড়া বিএসপি পোস্টে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

s alam president – mobile

টহলদল দূর হতে ২-৩ জন ব্যক্তিকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। নৌকাটি নয়াপাড়া জাদিখালের কিনারায় আসার সাথে সাথে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে নৌকাতে থাকা ব্যক্তিরা লাফ দিয়ে খালের অপর পার্শ্বে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে টহলদল তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে বিজিবির উপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় তিন বিজিবি সদস্য আহত হয়।

এ সময় বিজিবি’র টহলদলটি কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের ভিতর দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Yakub Group

গোলাগুলির শব্দ থামার পর টহলদলের সদস্যরা উক্ত এলাকা হতে একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থানরত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা, একটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!