তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ফোরাম চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে ৫৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন বিজিএমইএ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম।
কমিটি ঘোষণা করেন ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি মো. ফেরদৌস।
পূর্ণাঙ্গ কমিটিতে পুনরায় ফোরাম চট্টগ্রামের প্রেসিডেন্ট হয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী।