বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাতকানিয়া বিএনপির শ্রদ্ধা

সাতকানিয়া উপজেলা বিএনপি ও উত্তর সাতকানিয়া বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দেওয়া হয়েছে।

রোববার রাত ১২টা ১ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পমাল্য অপর্ণ করা হয়। এ সময় বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহছানুল মৌলা।

আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা নুরুল আফসার, নওশা মিয়া, আবু সিদ্দিক, মো. এনাম, মো. শাহাজাহান, সৌকত, আবুল হোসন, যুবদল নেতা মো. জামাল, সাজ্জাদ, ছাত্রদল নেতা আমিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm