হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের সামাজিক সংগঠন ‘এসআরএস ইয়ুথ ক্লাব’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরএস ইয়ুথ ক্লাবের উপদেষ্টা এয়ারবেল প্রপার্টিজ লিমিটেডের পরিচালক লায়ন আবদুর রব শাহীন।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইডেন নুর ইংলিশ স্কুলের ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াছিন সেলিম, এ মোস্তফা আরজু, ব্যাংকার মোহাম্মদ হামিদুল হক, হাটহাজারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ জিয়া, মোহাম্মদ শাহজাহান, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার চৌধুরী মাহবুব, মোহাম্মদ সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন জুয়েল, যুগ্ম-সম্পাদক আইয়ুব পারভেজ, মোশেদুল আলম, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এসেছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের জন্ম হয়৷ আমাদের আগামী প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে হবে। এজন্য সবাইকে দেশের সেবায় মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, নৃত্য, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।