দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দাতব্য প্রতিষ্ঠান ‘শাহাবুদ্দিন আলম ট্রাস্ট’ এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনকে ১৫ হাজার মিনারেল ওয়াটারের বোতল দেয়া হয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসন গৃহীতি কর্মসূচির জন্য এসব পানির বোতল দেয়া হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে পনের হাজার বোতল মুসকান বিশুদ্ধ পানি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান ও মো. তৌহিদুল ইসলাম (এনডিসি), জামাল উদ্দিন – জেলা নাজির চট্টগ্রাম।
এসএ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, জিএম এইচআর অ্যান্ড অ্যাডমিন সৈয়দ রাফিদুল আলম এবং সহকারী ম্যানেজার (ব্র্যান্ড) মইন উদ্দিন।