বিকল ট্রলারে দুদিন ধরে ভাসছিল মালয়েশিয়াগামী শিশুসহ ১২২ রোহিঙ্গা

সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ১২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে মধ্যে ১৫ জন শিশু ও ৫৯ জন নারী রয়েছে। তারা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এ ঘটনায় মানবপাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।

Rohingya-roaming-Malaysia-2

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা।

তিনি বলেন, গত ১২ নভেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে দালালরা তাদের ট্রলারে তুলে দেয়। সেন্টমার্টিনের কাছাকাছি যাওয়ার পর ট্রলারটি বিকল হয়ে যায়। ট্রাকায় বিকল হওয়া তারা দু’দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিলো। পরে জেলেদের মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে। উদ্ধার রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!