চট্টগ্রামের আনোয়ারা থানার মোড় থেকে জয়কালী বাজার পর্যন্ত (আনোয়ারা-পটিয়া-বাঁশখালী) পিএবি সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ সংস্কারকাজের জন্য সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কোন বিকল্প ব্যবস্থা না করেই সড়ক বন্ধ করায় উপজেলার ৩ ইউনিয়নের হাজারো মানুষ বিপাকে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়াসহ আনোয়ারা উপজেলার পূর্ব অঞ্চলের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের সংস্কারকাজ দীর্ঘায়িত হওয়ায় ধুলোবালি ও যানজটে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এর উপর সড়ক সংস্কারের কথা বলে বন্ধ রেখেছে সড়কটিও। আমাদের বিকল্প সড়ক দিয়ে যেতে হয় প্রায় কয়েক কিলোমিটার বেশি দূরপথ দিয়ে। এতে বাড়তি ভাড়া ছাড়াও সময় নষ্ট হচ্ছে। সকালে কোরিয়ান কে-ইপিজেডের কয়েক হাজার শ্রমিক মাইকিং শুনেননি বলে অভিযোগ করে বলেন, ‘সকালে এসে দেখি সড়ক বন্ধ। অনেকটায় পথ পায়ে হেঁটে গাড়িতে উঠতে হচ্ছে। এজন্য ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছি না।’
চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী মোছাম্মৎ নাজিবা সোলতানা টুম্পা বলেন, ‘আজ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিলো আমার। প্রতিদিনের মত সকালে ঘর থেকে বের হয়ে জয়কালীবাজার এলাকায় এসে দেখি গাড়ি চলাচল বন্ধ। অনেকেই বলছে সড়ক সংস্কারের জন্য এটি বন্ধ রেখেছে। তাই দেড় কিলোমিটার পথ হেঁটে থানা মোড় থেকে বিকল্প গাড়ি করে যেতে হচ্ছে কলেজে। এতে আমার অনেকটায় সময় নষ্ট হয়েছে। সড়ক বন্ধের জন্য আগে থেকেই প্রচারণা করা প্রয়োজন ছিলো।’
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সুমন সিংহ জানান, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, সংস্কারের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। একটু তো কষ্ট করতেই হবে সবাইকে। এছাড়া আমরা এ বিষয়ে মাইকিং করেছি। সড়ক সংস্কারের কাজ শেষ হতে একমাস সময় লাগবে। সড়কের সংস্কার কাজ চলা পর্যন্ত সড়কটিতে সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।’
এসএস