বিএসসির লাভ ৪১ কোটি, এক বছরের ব্যবসায়

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ২০১৯-২০২০ অর্থ বছরে সর্বমােট আয় হয়েছে প্রায় ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। এ বছর প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় ছিল ১৭৭ কোটি ৭৩ লাখ কোটি টাকা ও প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ৬৭ কোটি ৬৩ লাখ টাকা অর্থাৎ সর্বমােট ব্যয় হয় ২৪৫ কোটি ৩৬ লাখ টাকা। কর সমন্বয়ের পর নীট মুনাফা হয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা ।

গত বছর থেকে এ বছর আয় বৃদ্ধি পেয়েছে ২৩ কোটি টাকা। গত বছর নীট আয় হয়েছিল ১৭ কোটি ৫১ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিএসসির সম্মেলন কক্ষে ৪৩ তম সাধারণ সভা উপলক্ষে সংবাদ সম্মেলনে বিএসসির ম্যানেজিং ডিরেক্টর কমডোর সুমন মাহমুদ সাব্বির (এনডি) এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান বাণিজ্যিক উপকরণ সমুদ্রগামী জাহাজ। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সরকারী পৃষ্ঠপােষকতায় বিএসসি সর্বমােট ৪৪ টি জাহাজ অর্জন করেছে। আশির দশকের প্রথমদিকে বিএসসির বহরে একসাথে সর্বমােট ২৮ টি জাহাজ ছিল। বয়সজনিত কারণে এবং বাণিজ্যিকভাবে অলাভজনক বিবেচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ে ৩৬টি জাহাজ বিক্রি করার পর বর্তমানে কর্পোরেশনে জাহাজের সংখ্যা মাত্র ৩৮টি। যার মধ্যে ৬টি নতুন জাহাজ গত বছর বিএসসির বহরে যুক্ত হয়েছে

তিনি জানান, কয়লা পরিবহনের জন্য জাহাজ ক্রয় সংক্রান্ত প্রকল্প রামপাল, পায়রা ও মাতারবাড়ীতে তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলাের জন্য প্রয়ােজনীয় কয়লা বিদেশ থেকে আমদানী করা হবে। দেশের জ্বালানী নিরাপত্তার স্বার্থে কায়লা পরিবহনের নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা গড়ে তােলার জন্য ৮০ হাজার টনের ২টি মাদার বাঙ্ক ক্যারিয়ার এবং মাদার ভেসেল থেকে লাইটারিংয়ের জন্য আরও দশটি ১০ থেকে ১৫ হাজার টন ক্ষমতা সম্পন্ন বাঙ্ক ক্যারিয়ার কেনার প্ৰকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ফুড অয়েল পরিবহন সংক্রান্ত প্রকল্প ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ক্রুড অয়েল পরিশােধন ক্ষমতা ভবিষ্যতে দ্বিগুন হবে। সমস্ত ফুড অয়েল বিএসসি’লর নিজস্ব জাহাজের মাধ্যমে পরিবহনের জন্য ২ ( দুই ) টি নতুন প্রতিটি এক ও এক দশমিক ২৫ টন ক্ষমতা সম্পন্ন মাদার টাকার ক্রয় সংক্রান্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া দুইটি ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন মাদার প্রােডাক্ট অয়েল ট্যাংকার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি ) প্রতি বছর ৩০ লাখ মেট্রিক টন ডিজেল অয়েল এবং ৩ লাখ ৫০ হাজার টন জেট ফুয়েল আমদানী করে বিএসসি। যা বিদেশী জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়। ইস্টার্ন রিফাইনারি কর্তৃক বাস্তবায়নাধীন দুইটি সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএময়ের সাথে ডাবল পাইপ লাইন শীর্ষক প্রকল্প সমাপ্ত হলে ৮০ হাজার টন ক্ষমতাসম্পন্ন মাদার অয়ের ট্যাংকার ক্রয় করা হবে।

আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় বিএসসির এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন বিএসসির নির্বাহী পরিচারক (অর্থ) কাজী শফিউল আলম, নির্বাহী পরিচালক বানিজ্য ড. পিযুষ দত্ত, পরিচালক প্রযুক্তি মোহাম্মদ ইউচুপ, বিএসসির সচিব খালেদ মাহমুদ, জিএম প্রশাসন আমরাফুল আমীন।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm