চট্টগ্রাম নগরীতে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) নগরীর চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, কোনো ধরনের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, পাউরুটি বিক্রি করে আসছিল ‘সুইট বাংলা’ নামে প্রতিষ্ঠানটি। এজন্য তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ‘চিটাগাং ফুডস’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স নেই। এরপরও তারা পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রয় করছিল দীর্ঘদিন ধরে। তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন জানান, মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, পাউরুটি বিক্রি করছিল সুইট বাংলা। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি প্রতিষ্ঠান মেসার্স চিটাগাং ফুডস বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন এবং বিক্রয় করছিল দীর্ঘদিন ধরে। তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরএ/ডিজে