বিএসটিআইয়ের জাল সিল মেরে সয়াবিন তেল বিক্রি, ঠেকালো র‍্যাব

রমনী ফর্টিফাইড সয়াবিন নামে একটি ব্র‍্যান্ড ব্যবহার করে বিএসটিআইয়ের লোগো লাগিয়ে বোতলজাত করে বিক্রি করছিল এএসএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন হালিশহর এলাকায় একটি টিনসেড ঘরে ভেজাল সয়াবিন তেল সংরক্ষণ করেছে রমরমা ব্যবসা চালাচ্ছিল প্রতিষ্ঠানটি।

ওই এলাকায় অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির (৪২) নামে এই তেল ব্যবসায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ২ হাজার ৭০০ লিটার ভেজাল সয়াবিন তেলও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, এএসএস কর্পোরেশন দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজার থেকে নিম্ন মানের ভেজাল যুক্ত খোলা সয়াবিন সংগ্রহ করে।

নিয়মনীতির তোয়াক্কা না করে তারা খোলা ও ভেজাল তেলের ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে বোতলে ভরতো। বোতলে বিএসটিআইয়ের জাল সীল লাগাতো তারা।

গোপন সংবাদের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে অভিযান চালানো হয়েছে বলে জানায় র‍্যাব।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm