বিএসআরএমের ফ্যাক্টরিতে বিদ্যুতে গুরুতর আহত তিন শ্রমিক

চট্টগ্রামভিত্তিক ইস্পাত নির্মাতা শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএমের ফ্যাক্টরিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন ইলেকট্রিশিয়ান মো. সোলাইমান (৪০), মো. শাহিন (২২) ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রবিন (২৪)।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তারের পরামর্শে সবাইকে ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে সোলাইমান ও রবিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক সূত্রে জানা যায়।

ঘটনা প্রসঙ্গে বিএসআরএমের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, ‘কাজ করার সময় একটু আধটু ঘটনা ঘটে। এতে নিউজ করার মতো ঘটনা হয় নাই।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!