বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট হলেন পিইউও আবু তালেব

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসিতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের প্লাটুন (সেনা শাখা) কমান্ডার পিইউও মো. আবু তালেব সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে বিএনসিসি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান তাকে র্যাং ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।

সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

আবু তালেব ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে তিনি প্লাটুন কমান্ডার হিসেবে যোগদান করেন। এর মধ্যে ২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm