সাইফুল আলম মাসুদের মালিকানাধীন এস আলম গ্রুপের গাড়িতে কক্সবাজার থেকে পেকুয়া যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদও।
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়া চট্ট মেট্রো ঘ-১১-১৫৩৩ নম্বরের গাড়িটি এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষে (বিআরটিএ) নিবন্ধিত । গাড়িটি মিতসুবিশি কোম্পানির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ।
দীর্ঘ এক দশক পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারের পেকুয়ায় যান। বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন তিনি। তাকে স্বাগত জানাতে ওইদিন সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও অনুসারীরা জড়ো হয়। কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান তারা।
বিকেল ৫টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগ দেন সালাহউদ্দিন আহমদ। পরে সন্ধ্যা ৬টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। এই পুরোটা সময় এস আলম গ্রুপের মালিকানাধীন গাড়িটি তিনি ব্যবহার করেন।
সালাউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর ভারত থেকে তিনি দেশে ফেরেন।
গাড়িকাণ্ডে বিএনপির কমিটিই বিলুপ্ত
এদিকে রোববার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতাদের তদারকিতে এস আলম গ্রুপের মালিকানাধীন ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।’
এর আগে শনিবার (৩১ আগস্ট) এস আলমের গাড়ি সরানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া। এর একদিন পরই পুরো কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় দলটির শীর্ষ নেতৃত্ব।
সিপি