বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য ও ধ্বংসাত্মক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে নগরবাসী। দেশপ্রেমিক জনতার দুর্জয় ঘাঁটি এই চট্টগ্রাম। এই মাটিতে কোনো দুর্জন-দুর্বৃত্তের ঠাঁই নেই।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘অবৈধপথে ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি-জামায়াত। তার প্রক্ষিতে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের চালালেও তা প্রত্যাখান করেছে জনগণ। এই চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপশক্তির বিরুদ্ধে দাঁড়ভাঙ্গা জবাব দেওয়া হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু, সফর আলী, গোলাম মোহাম্মদ চৌধুরী, কামরুল হাসান বুলু, রোটারিয়াল মো. ইলিয়াছ, হাজী বেলাল, হাজী হারুন রশিদ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন, হাজী মো. ইলিয়াস, সেলিম আফজাল, ছালেহ আহমদ চৌধুরী, হাজী আসলাম, হাসান মুরাদ, এসকান্দর মিয়া, জানে আলম, হাজী মোহাম্মদ হাসান, হাজী জিয়াউল হক সুমন, হাজী আব্দুল মান্নান, নুরুল আলম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, আজিজুর রহমান আজিজ সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।