চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে বিএনপির কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মল্ল’র ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল ফয়েজ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবুল কাসেম, আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, বিএনপি নেতা ইলিয়াছ ভুট্টো।
আরও বক্তব্য দেন এম মনজুরুল আলম, বাদশা মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দীন, যুবদল নেতা ফজলুল কাদের, মনসুর আমিরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফুর রহমান, সদস্য সচিব আবদুল কাদের, পৌর কৃষক দলের আহবায়ক বুলবুল আহম্মদ নান্নু, সদস্য সচিব মো. আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন,
আগস্ট বিপ্লবের মানুষের আকাঙ্ক্ষা ভুলে না গিয়ে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ছাত্র আন্দোলনের যারা রক্ত দিয়ে, জীবন বিসর্জন দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। মামলা, গায়েবী মামলা, হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা করেছে ফ্যাসিস্ট হাসিনা। ৩১ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে জনমত তৈরি করে বিএনপি ইতোমধ্যে দেশের বিপুল সংখ্যক মানুষের মাঝে জনমত তৈরি করতে সক্ষম হয়েছে। বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যেই জায়গায় পৌঁছেছে, তা কিছুতেই বিপথগামীর হঠকারিতায় বিনষ্ট হতে দেওয়া যাবে না।
এনাম বলেন, আমাদের দলের ভেতর থেকে কেউ যদি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য অপচেষ্টা করার জন্য উঠে পড়ে লেগেছে। তা যদি কোনোভাবে প্রমাণিত হয়, তাহলে তাদের অবস্থা ভয়াবহ হবে।
ডিজে