চট্টগ্রাম নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের পক্ষে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সভাপতি জেবিএস আনন্দ বৌদি ভিক্ষু সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সিনিয়র যুগ্ম সম্পাদক মিটন রবি দাশের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
প্রধান বক্তা ছিলেন অর্জুন কুমার নাথ, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রশান্ত কুমার পান্ডে, সাব্বির আহমেদ, অলক সেন, রনি কান্তি দাশ, অরুপ দাশ, রতন কুমার মালি, রিপন কুমার শীল, লিটন দাশ, বিশ্বনাথ প্রতাপ শীল, রানা চৌধুরী, রুবেল ধর, ফাহিম আশরাফ, মো. সাইদ, আসিফুল করিম,আবু সাঈদ, মো. রাজু।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশ।