বিএনপির মনোবল ভাঙা বলেই বঙ্গবন্ধুর ছবি ভেঙেছে, মানববন্ধনে মেয়র

নানা ষড়যন্ত্র করেও ক্ষমতায় বসতে না পেরে ভাঙা মনোবলের বিএনপি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভেঙেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী৷

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এই মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করছে। এরই অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুর করেছে। বিদেশি প্রভুদের ইশারায় দেশের উন্নয়নে প্রতিহিংসায় ভোগা দেশবিরোধী অপশক্তিকে বাংলাদেশর মানুষ ’৭১ সালে যেভাবে পরাজিত করেছিল, ২০২৪ সালেও তার ব্যতিক্রম ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি, সরকারি ও ব্যক্তিগত সম্পদ ভাঙচুরের রাজনীতি করলে চট্টগ্রামে জনসাধারণ শক্ত হাতে প্রতিহত করবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Yakub Group

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!