বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আর নেই। ৮২ বছর বয়সে তিনি বাধর্ক্যজনিত রোগে মারা গেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকার ধানমন্ডি বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। তিনি বলেন, জানাজা এবং চট্টগ্রামের আনার সময় এখনও নির্ধারণ করা হয়নি। দলীয় সিদ্ধান্তের পর বিষয়টি জানা যাবে।

চট্টগ্রামের অসাম্প্রদায়িক রাজনীতিতে আব্দুল্লাহ আল নোমানের অসামান্য অবদান রয়েছে। তিনি রাউজানের গহিরায় এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিকামী মানুষের জন্য মহান স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক ছিলেন।

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রী ছিলেন ১৯৯১ থেকে ১৯৯৬ সালে। এরপর তিনি খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm