বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শেরশাহে বিক্ষোভ সমাবেশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোঃ মহিউদ্দিনের বিক্ষোভ মিছিল

দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর শেরশাহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অক্সিজেন এলাকায় বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আবু মো. মহিউদ্দিন বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জবাব দিতেই রাজপথে যুবলীগ রয়েছে এবং থাকবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল রুমেল মামুন, ইকবাল হোসেন জুয়েল, হারুনুর রশিদ, ইয়াসিন চৌধুরী, নুরুল হক মনির, জিয়াউর রহমান, মো. সোহাগ, বেলাল উদ্দীন, মোহাং সিরাজ, সোহেল রানা, জসীমউদ্দীন, মহিনউদ্দীন তুষার, মো. আজমল, বেলাল উদ্দিন, অমিত দে, মো. তারা মিয়া, মনিরুল হক মনির, শাহরিয়ার ইসলাম রাজু, মো. মনসুর, মো. টিপু, মো. বেলাল, নিসাদ চৌধুরী রিপন, মো. আলাল, ওসমান গণি মনা, নুরুল আলম নুরু, ফয়সাল, মো. নিশাত, নূরে আলম মুন্না, কাজী নাজিম উদ্দীন, মো. ইসমাইল, জসীম, মো. সাদ্দাম, ইব্রাহীম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm