বিএনপির অপপ্রচার ও নৈরাজ্যর প্রতিবাদে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ শিল্পাঞ্চলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৬ আগস্ট) স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড
‘সি’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকীম কুতুবী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান টিটু।
উপস্থিত ছিলেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাপ্পি, সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দীন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ আলম, এসএম আলমগীর রানা, মাহাবুব আলম রিপন, তৌহিদুল ইসলাম, ‘সি’ ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বাদল, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী, নাসিরাবাদ হকার্স লীগ সভাপতি আনোয়ার হোসেন, আইয়ুব আলী মুন্না, সালাউদ্দিন, ইসমাইল হোসেন সোহেল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস মো. তানভীর আহম্মেদ, গোলাম রসুল সাদ্দাম, এসএ ইমন।