বিএনপিকর্মীদের চট্টগ্রামে আসার গাড়ি দিচ্ছে না খাগড়াছড়ির মালিক সমিতি, নেপথ্যে আওয়ামী লীগের চাপ
অভিযোগ বিএনপি নেতাদের
চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে খাগড়াছড়ি থেকে আসতে ইচ্ছুক বিএনপি নেতাকর্মীদের গাড়ি দিতে চাইছে না স্থানীয় বাস মালিক সমিতি। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের ভাড়া করা শত শত বাস ও গাড়ি না দিতে মালিক সমিতিকে দিতে নিষেধ করে দিয়েছেন খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতারা।
বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির এই বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে এ নিয়ে জেলায় জেলায় চলছে প্রস্তুতি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া ফেসবুকে লিখেছেন, ‘১২ তারিখের বিএনপি’র চট্টগ্রাম গণ সমাবেশে যোগদানের জন্যে ভাড়া করা শত শত বাস গাড়ি, খাগড়াছড়ি আ. লীগ, মালিক সমিতিকে দিতে নিষেধ করে দিয়েছে। ফলে মালিক সমিতি গাড়ি দিতে রাজি হচ্ছে না। আমরা মালিক সমিতিগুলোকে অনুরোধ করছি, কারো ভয়ে ভীতু না হয়ে, আপনাদের ব্যবসায়ীক নিয়ম অনুযায়ী বাস ভাড়া দিন।’
তিনি লিখেন, ‘অন্যথায় আমরাও মালিক সমিতিকে জানিয়ে দিচ্ছি, আমাদেরকে গাড়ি ভাড়া না দিয়ে রাস্তায় আপনারাও গাড়ি কিভাবে চালান দেখা যাবে। আশা করি গাড়ি নিরাপদে চলবে না। আমরা আপনাদেরকে দেয়া গাড়ি ভাড়ার কোন অগ্রিম ভাড়াও ফেরত নেবো না। অন্যদিকে নেতাকর্মীদেরকে বলছি যে যেভাবে পারেন, আগেরদিন বা প্যাসেঞ্জার গাড়ি করে এবং জীপগাড়ি, পিকাপ, মাহেন্দ্র ও মাইক্রো-হায়েস ইত্যাদি গাড়ি ভাড়ার জরুরি বিকল্প প্রস্তুতি নিন।’
সিপি