বিআরটিসির পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ভাঙলো রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের গেইট

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের প্রধান গেইট বিআরটিসির মালামাল পরিবহনের একটি ট্রাকের ধাক্কায় ভেঙে পড়েছে।

রোববার (৩ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রামের পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বিআরটিসি চট্টগ্রাম ডিপোর পণ্য বোঝাই একটি ট্রাক ওই গেইটে ঢাক্কা দেয়। এ সময় লোহার গ্রিলের গেইটটি ভেঙে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্য মো. আলী জানান, বিআরটিসি একজন অস্থায়ী চালক ট্রাকটি চালাচ্ছিলো। তার নাম সাইফুল ইসলম। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট-২২-৮৩৯০। চালকের অদক্ষতায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গেইটে ধাক্কা দেয়। এ সময় পিলারও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, ওই সময় গেইটের আশেপাশে লোকজন থাকলে বড় হতাহতের ঘটনা ঘটতো।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!