বায়েজিদে ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে বায়েজিদ রোড ও থানা রোডের সড়ক এবং ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

অপরদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় এডিস মশা বংশবৃদ্ধি রোধে অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি নির্মাণাধীন ভবনের নিচে জমে থঅকা পানির উৎস পাওয়ায় তিন ভবন মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm