বায়েজিদে সন্ত্রাসী গ্রেপ্তার, বাসায় মিললো অস্ত্র, মাদক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রউফাবাদ এলাকা থেকে মো. রুবেল নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজের বাসা থেকে সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে নগরির বায়েজিদ থানা পুলিশ এ অভিযান চালায়। রুবেল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডাঙ্গার মোহাম্মদ সুলতান আহমদের ছেলে। বর্তমানে রউফাবাদে অবৈধ পাহাড় দখল করে তৈরি কলোনিতে বসবাস করছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বসত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ, ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, সরকারি পাহাড় দখল, খাস জমি দখল, জুয়ার আসর বসানো বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করছিল সে।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে বায়েজিদ থানায় ৩টি এবং কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!