চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার প্রধান আসামি গোলাম রসূল সাদ্দামকে (৩৫) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়। সাদ্দাম নোয়াখালী জেলার সেনবাগ বালিয়াকান্দি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোলাম রসূল সাদ্দাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সাদ্দামের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১২টি মামলা ছিল। মেহেদী হত্যা মামলাসহ অন্যান্য মামলায় সে ইতোপূর্বে কারাভোগ করেছিল। জামিনে এসে আবার চাঁদাবাজিতে জড়ায় সে।’
গ্রেপ্তার হওয়া গোলাম রসূল সাদ্দামের বিরুদ্ধে বায়েজিদ থানার উপপরিদর্শক মোহাম্মদ নাসিম বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি প্রিটন সরকার।
এফএম/এমএফও