চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার একটি পোষাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ি আগুন নেভাতে কাজ করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল আটটার দিকে বায়েজিদ থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোষাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারন জানা যায়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকালে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও আগ্রাবাদ স্টেশনের ১১টি গাড়ি পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বিএস/এমএহক