চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায়
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯জুন) নগরীর বায়েজিদ থানাধীন নয়ারহাট মিয়া বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রিয়াজ (১৮)। রিয়াজের সহকর্মী রহিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিল্ডিং এ কাজ করার সময় অসাবধানতাবশত রিয়াজ দুপুড় ১২টার দিকে নিচে পড়ে যায়, তাকে দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচাতে পারলাম না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, সাড়ে বাড়োটার দিকে রিয়াজ নামে এক রাজমিস্ত্রিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান।
হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি বর্তমানে চমেকের মর্গে রাখা হয়েছে।
বিএস/কেএস