বায়েজিদে তিন গরুচোর আটক, ট্রাক জব্দ

চট্টগ্রামের বায়েজিদে তিন গরুচোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টম্বর) ভোর ৫টায় বায়েজিদ থানার কুলগাঁও স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল মো. ফারুক হোসেন (৩৯), মো. মহিউদ্দিন (২৭) ও মো. বাবু (২৯)। এ সময় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার। তিনি বলেন, ‌‘সোমবার ভোরে চোরের দল ট্রাকে করে একটি গাভী ও দুটি বাচুর নিয়ে যাচ্ছিল। তারা বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় পৌঁছলে অভিযান চালিয়ে তিন গরু চোরকে আটক করি। এ সময় তাদের শরীর তল্লাশী করে একটি রামদা, দুটি ছোরা, দুটি কাটার পাওয়া যায়। তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা করা হয়েছে।’

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm