চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী আতুরার ডিপো এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে লাখ টাকার তুলা।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, আতুরার ডিপোর আলহাজ অলি ওয়াশ অ্যান্ড কটন ফ্যাক্টরির গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ৮০ বর্গফুটের সেমি পাকা গুদামে রাখা প্রায় ১ লাখ ১০ হাজার টাকার তুলা পুড়ে যায়। ফায়ার সার্ভিস প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করে।
এমএ/সিআর