চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) গভীর রাতে বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদের সুলতান অয়েল মিল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি)।
আটককৃতরা হলেন, মো. মনির (২৮) ও মো. শাহীন (২৬)।
ডিবি পুলিশ জানায়, ওই অয়েল মিলের সীমানার ভেতর বাচ্চুমিয়ার ভাড়া ঘরের ছাদের উপর থেকে একনলা বন্দুকটি উদ্ধার করা হয়।
মো. মনির হোসেনের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোটের আদ্রা এলাকায়। তার বাবার নাম আবদুল মালেক। মো. শাহীনের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোটের বেলঘর এলাকায়। তার বাবার নাম বাচ্চু মিয়া।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘সুলতান অয়েল মিলের ভেতর অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মনির ও মো. শাহীন নামে দুইজনকে আটক করা হয়েছে। তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম করে। তাদের বিরুদ্ধে এসব অপরাধে নগরের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বায়েজিদ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এএস/এমএফও