বায়েজিদের সন্ত্রাসী ইলিয়াছ আটকের ঘন্টাখানেক পরই ফের মুক্ত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক আগের রাতে বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ইলিয়াছকে আটক করেও ছেড়ে দেওয়া হল পরে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে একাধিক সঙ্গীসহ তাকে আটক করে র‍্যাব।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুসারে, অভিযানের সময় আটক একজনের কাছ থেকে অন্তত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

তবে র‍্যাব-৭ সূত্র ওই এলাকায় অভিযান চলমান আছে বলে জানালেও আটক বা অস্ত্র উদ্ধারের বিষয়ে কিছুই জানাতে পারেনি।

মধ্যরাতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আটক করার ঘন্টাখানেক পর বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ইলিয়াছকে ছেড়ে দেওয়া হয়। তবে এ ব্যাপারে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

সন্ত্রাসী ইলিয়াছ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোবারক আলীর অনুসারী বলে পরিচিত।

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm