বায়েজিদের বস্তিতে হঠাৎ আগুন, নিয়ন্ত্রণে এল দেড় ঘন্টা পর

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তুফানি রোডে বখতেয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দেড় ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মিরা । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবির হোসেন।

বায়েজিদের বস্তিতে হঠাৎ আগুন, নিয়ন্ত্রণে এল দেড় ঘন্টা পর 1

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ স্টেশন ছাড়াও হাটহাজারী, আগ্রাবাদ ও চন্দনপুরাসহ মোট ৫টি ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আানা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, ‌বালুচড়া এলাকায় বখতেয়ার কলোনিতে আগুন লাগে সন্ধ্যা ৬টার দিকে।

তিনি বলেন, ‌ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘন্টা পর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ পরে জানানো হবে।

মুআ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm