বায়ু দূষণ/ আরএসআরএমকে সাড়ে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু ছেড়ে পরিবেশ দূষণের দায়ে মেসার্স রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে (আরএসআরএম) ৪ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অপরিশোধিত বায়ু নির্গমণ করায় ১৭ অক্টোবর শুনানিতে হাজিরার জন্য কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। ২২ অক্টোবর শুনানি শেষে পরিবেশ দূষণের দায়ে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে ৪ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!