বাড়ি করতে ২ কোটি টাকা ঋণ মিলবে এখন থেকে

এখন থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যাংক ঋণ মিলবে বাড়ি কিংবা ফ্ল্যাট নির্মাণে। এর আগে গৃহঋণের সর্বোচ্চ সীমা ছিল ১ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মঙ্গলবার (১৯ নভেম্বর)।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ দেশে উচ্চতর মধ্যবিত্তের সংখ্যা ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং আবাসনের বর্ধমান চাহিদার প্রেক্ষাপট বিবেচনা করে গৃহঋণের সীমা ৮০ লাখ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহঋণের সর্বোচ্চ সীমা ২ কোটি টাকা করা হলেও ঋণ ও মূলধনের অনুপাত আগের মতোই ৭০:৩০ রাখা হয়েছে। অর্থাৎ ২ কোটি টাকার বাড়ি বা ফ্ল্যাটে ১ কোটি ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করতে পারবে ব্যাংক। ঋণগ্রহীতাকে দিতে হবে বাকি ৬০ লাখ টাকা।

গত ৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক বৈঠকে গৃহঋণের সর্বোচ্চ সীমা ১ কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করার দাবি জানানো হয়েছিল।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!