বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যানকে হত্যা

বাড়িতে ঢুকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হককে (৯০) হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, নিহত আবদুল হক চেয়ারম্যান হিসেবে জনপ্রিয় ছিলেন। এছাড়া তিনি এলাকার বিত্তশালী ও সমাজসেবক হিসেবেও জনপ্রিয়। এলাকায় মানুষের নানা সমস্যায় আর্থিক সহযোগিতায়ও এগিয়ে আসেন। তিনি তার বিশাল ভবণে অনেকটা অবসর জীবনযাপন করেন। রোববার ভোররাতে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে দরোয়ানকে বেধে মারধর করে তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি বর্তমানে স্পটে আছি। লাশ দেখে মনে হয়েছে তাকে বালিশ চাপা বা অন্য কোন ভাবে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাকে কি কারনে খুন করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে৷’

সিএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm