চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা। প্রথম দিকে শনাক্তদের সবাইকে হাসপাতালে আইসোলেশনে নেওয়া হলেও এখন তা হচ্ছে না। তথ্য অনুযায়ী সোমবার (১১ মে) পর্যন্ত চট্টগ্রামে মোট ১১৯ জন করোনা রোগী আইসোলেশনে রয়েছেন নিজের বাড়িতেই। হাসপাতালে আছেন মাত্র ৭০ জন রোগী।
সোমবার পর্যন্ত চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ২৬৮ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। এখন পর্যন্ত আক্রান্ত আছেন ১৮৫ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নতুন নিয়ম অনুযায়ী কোন পজিটিভ রোগীর মধ্যে যদি দৃশ্যমান উপসর্গ না থাকে অথবা মৃদু উপসর্গ থাকে, তাহলে তাদের হাসপাতাল ভর্তি করা হবে না। তারা হোম আইসোলেশনে থাকবেন। যদি কারও হোম আইসোলেশনের ব্যবস্থা না থাকে তাহলে সেটা আমরা দেখবো।’
সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে তিন হাসপাতালে এই মুহূর্তে ৭০ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন, এর মধ্যে ৪৬ জন জেনারেল হাসপাতালে। বাকি ১১৫ জন করোনা রোগী বাড়িতেই আইসোলেশন করছেন।
তিনি বলেন, ‘৭০ জন বাদে বাকিরা হোম আইসোলেশনে আছেন। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন বাহিনীতে আছেন। বাহিনীর পক্ষ থেকেও অনেকের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।’
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা চিকিৎসার জন্য মোট ১৯০টি সিট আছে জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘জেনারেল হাসপাতালে ১০০ সিটের আইসোলেশন ওয়ার্ড আর ১০ সিটের আইসিইউ সিট আমরা ব্যবহার করছি। বিআইটিআইডিতে আছে ৩০ সিট আর ফিল্ড হাসপাতালে ৫০ সিট। পাশাপাশি হলিক্রিসেন্ট প্রস্তুত হচ্ছে, চমেক হাসপাতালে আলাদা ইউনিটের বিষয়েও কথা হচ্ছে।’
সিপি