বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বরইতলী রাস্তার মাথা এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র মারা গেছেন। একই ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহতের মো. সাইমন (২০) বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরারকূল এলাকার তাজুল ইসলামের ছেলে। সে চট্টগ্রামের এমইএস কলেজের এইচএসসির ছাত্র। অহত শহীদুল ইসলাম (১৮) একই ইউনিয়নের মাহমুদ নগরের জসিম উদ্দিনের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাইমন তার বন্ধু শহীদুলকে নিয়ে বরইতলী একতা বাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলেন। এসময় বরইতলী রাস্তার মাথায় একটি ম্যাজিক গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় সাইমন। এসময় আহত হয় শহীদুল ইসলাম।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, নিহত সাইমনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm