বাস্তুহীন মানুষকে ভিটা করে দেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল

নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

হোম ফর হোমলেস উদ্যোগের অংশ হিসেবে ২০২৩-২০২৪ রোটারি বর্ষে বাস্তুহারা দুটি পরিবারকে ঘর করে দেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় ক্লাবটির নতুন প্রেসিডেন্ট ও কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘর করে দেওয়ার পাশাপাশি ২০২৩-২০২৪ রোটারি রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণনের প্রয়োরিটি প্রজেক্ট বাস্তবায়ন, পরিবেশ, শিক্ষা, বৃক্ষ রোপন, শীত বস্ত্র, ত্রাণ বিতরণসহ বিভিন্ন সমাজ উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন নুসরাত জাহান কলি। চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহ হাউজিংয়ে উন্নয়ন সংস্থা অপকা’র সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্টকে কলার হাস্তান্তর করেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেডিডেন্ট (আইপিপি) প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্ণর মোহাম্মদ আলমগীর, চিফ সার্জেন্ট এট আর্মস নজরুল ইসলাম নান্টু, এডিশনাল এরিয়া ডিরেক্টর এমদাদুল আজিম চৌধুরী, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন, নাসিমা বানু।

রোটারি বর্ষের রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইল’র ২০২৩-২০২৪ রোটারি বর্ষের নতুন দয়িত্বপ্রাপ্তরা হলেন, প্রেসিডেন্ট নুসরাত জাহান কলি, প্রেসিডেন্ট (ইলেক্ট) শাহাদাৎ হোসেন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, সেক্রেটারি সন্তোষ কুমার ভৌমিক, ট্রেজারার প্রদীপ কুমার দাস, ইন্টারন্যাশনাল ডিরেক্টর রওশন আক্তার।

Yakub Group

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল যাত্রা শুরুর দুই বছরের মধ্যেই চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় মানবিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে রোটারি অঙ্গনে সুনাম অর্জন করেছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে সংগঠনটি আন্তর্জাতিক সেবামুলক সংগঠন রোটারির ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করে যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!