বাসের ধাক্কা খেয়ে ব্যাটারিচালিত রিকশা পিষে মারলো পথচারীকে

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ব্যাটারিচালিত রিকশাটি পথচারীকে চাপা দেয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বান্যার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম অবিনাশ ধর (৭৫)। তিনি কালীপুর ইউনিয়নের নাথ পাড়ার বিপিন চন্দ্র ধরের ছেলে। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবিনাশের পুরাতন বাড়ি সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামে। ওইখানে বাবা-মা’র শ্মশান রয়েছে। পায়ে হেঁটে প্রধান সড়ক হয়ে শ্মশানে বাতি জ্বালিয়ে স্মরণ করতে যাবার পথে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ব্যাটারিচালিত রিকশাটির পেছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়, রিকশা চালক সামলাতে না পেরে পথচারী অবিনাশের গায়ের ওপর গাড়ি তুলে দেয়।

বাঁশখালীর রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির এসআই মো. শরীফ বলেন, ঘাতক ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। নিহতের ছেলে সুমন ধর তার বাবার লাশ সনাক্ত করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm