বাসের ধাক্কায় বাকলিয়ায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাসের ধাক্কায় মনির আহমেদ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) দুপুর পৌনে ১টার দিজে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির চান্দগাঁও থানা এলাকার সালেহ আহম্মদ মুন্সির বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস মনির আহমেদ নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

s alam president – mobile

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!